ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মগবাজারে বিস্ফোরণ: ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ২৯, ২০২১
মগবাজারে বিস্ফোরণ: ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন 

ঢাকা: রাজধানীর মগবাজারে বিস্ফোরণে আটজন নিহত হওয়ার ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় আগামী ১০ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

এর আগে মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে রমনা থানায় অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করে। এরপর বিকেলে মামলার এজাহার আদালতে আসে।  

গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।  

ওই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার ৩টা ১৫ মিনিটের দিকে ভবনের কেয়ারটেকার মো. হারুনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ২৯, ২০২১
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।