ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সালিশে বিয়ে করা সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
সালিশে বিয়ে করা সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

ঢাকা: সালিশ করতে গিয়ে কিশোরীকে বিয়ে করার ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

তার করা এক ভার্চ্যুয়াল রিটের শুনানি নিয়ে বুধবার (৭ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ,শফিক আহমেদ ও মাহবুব শফিক।

পরে মাহবুব শফিক বলেন, অপ্রাপ্ত বয়স্ককে বিয়ে করার জন্য বরখাস্ত করা হয়েছিল। আমরা একটা জন্মসনদ দেখিয়েছি ২০১১ সালের। সেটা অনুযায়ী মেয়েটির বয়স ১৮ বছর তিন মাসের কাছাকাছি। আমরা দেখালাম এ মেয়ে অপ্রাপ্ত বয়স্ক না। অভিযোগ ছিল অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে বিয়ে। এটা ঠিক না। আগে মেয়েটির বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে। কোর্ট সব কিছু দেখে ৩০ দিন বা রেগুলার কোর্ট খোলা পর্যন্ত বরখাস্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।  

গত ২৮ জুন স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্ত করে আদেশ জারি করে।

আদেশে বলা হয়, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে মোসা. নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর দুই মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তা পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৫ জুন ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। ওই কিশোরী ও স্থানীয় এক যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর বাবা বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি সালিশ ডেকে নিজের পছন্দ হওয়ায় কিশোরীকে বিয়ে করেন। একদিন পর ওই কিশোরী নিজেই চেয়ারম্যানকে তালাক দেন। বিষয়টি দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা পরিণত হয়।

পরে ২৭ জুন বিষয়টি উচ্চ আদালতের নজরে আসার পর, তা তদন্তের নির্দেশ দেন। ৩০ দিনের মধ্যে পটুয়াখালীর ডিসি, পিবিআই ও জেলা রেজিস্ট্রারকে আলাদা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।