ঢাকা: হ্যালুসিনোজেন গ্রুপের (মনোঃভ্রম উদ্দীপক) নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেফতার দু’জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- কানাডা প্রবাসী নাগিব হাসান অর্নব এবং তাইফুর রশিদ জাহিন।
হাতিরঝিল থানার মাদক মামলায় এদিন আসামিদের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক সুব্রত দেবনাথ। আসামিপক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (৭ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ এই দু’জনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ম্যাজিক মাশরুমের পাঁচটি বার ও দুই বোতল বিদেশি মদ।
র্যাব বলছে, বিদেশ থেকে চকলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম, যা গোপনে বিক্রি করছে একটি চক্র। পাউডার, ক্যাপসুল হিসেবেও পাওয়া যায় এ মাদক। এটি ব্যবহারের পর সেবনকারীর হিতাহিত জ্ঞান থাকে না। আত্মহত্যাসহ যে কোনো দুর্ঘটনায় জড়াতে পারে।
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া যুবকদের মধ্যে কয়েকজন দেশে এ মাদক নিয়ে আসছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
কেআই/এএ