ঢাকা: সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে চেম্বার জজ হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।
এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ১৮ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও সরকারঘোষিত ছুটিসহ সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে ভ্যাকেশন জাজ হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করেছেন।
বিচারপতি ওবায়দুল হাসান আগামী ১৯ জুলাই এবং ২৭ জুলাই ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সকাল সাড়ে ১১ টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
ইএস/এএ