নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বিধিনিষেধ না মানায় ২১ মামলায় ৫ হাজার ৪শ টাকা জরিমানাসহ একজনের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার (২৩ জুলাই) সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে শহরের শহীদ ডা. শামসুল হক রোডের নাজ সু স্টোরের মালিক সানোয়ার হোসেন (৪২) দোকানের অর্ধেক শাটার তুলে ব্যবসা করায়, ওই দোকানিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কঠোর লকডাউনে অযথা ঘোরাঘুরি, মাস্ক না পরার দায়ে ২০ জন পথচারীসহ ২১ মামলায় জরিমানা করা হয় ৫ হাজার ৪শ টাকা। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম।
অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী, সৈয়দপুর থানা পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
আরএ