ঢাকা: জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামী ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতির আদেশে এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত হবে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ পরিধান করবেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
ইএস/আরবি