ঢাকা: আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার (০৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদন করেন পল্লবী থানার উপপরিদর্শক আল-হেলাল।
বিকেলেই আবেদনের বিষয়ে সিএমএম আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে শুনানি হবে।
মঙ্গলবার (০৩ আগস্ট) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাদের বিরুদ্ধে আইপি টিভি জয়যাত্রার প্রতিনিধি নিয়োগের নামে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগে পল্লবী থানায় একটি মামলা হয়। জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধি আব্দুর রহমান তুহিন চাঁদাবাজির অভিযোগে এই মামলা করেন।
মামলায় হেলেনা জাহাঙ্গীর ছাড়াও জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন এবং কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরীকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
কেআই/এমজেএফ