ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরগুনায় ম্যাগনেটিক পিলারসহ গ্রেপ্তার আসামি জামিন পাননি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
বরগুনায় ম্যাগনেটিক পিলারসহ গ্রেপ্তার আসামি জামিন পাননি

ঢাকা: প্রায় ২০ কোটি টাকা মূল্যমানের ম্যাগনেটিক পিলারসহ গ্রেপ্তার বরগুনার পাথরঘাটার বড়ইতলা এলাকার আবুল কালাম বয়াতির জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৪ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালতে জামিন আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আকরামুল বাকী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

গত ২৫ মে পাথরঘাটা পৌরসভা এলাকার বড়ইতলা এলাকার আবুল কালাম বয়াতিকে পিলারসহ হাতেনাতে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিনই তার বিরুদ্ধে মামলা হয়।

মামলার বলা হয়, আসামির কাছ থেকে জব্দ করা পিলারের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।

পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

এই জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলেছেন, এসব পিলার ব্রিটিশ আমলে মাটির গভীরে পোতা হয়। এসব ম্যাগনেটিক পিলার বজ্রপাত নিরোধক। এসব পিলার অত্যন্ত মূল্যবান। চোরাকারবারীরা এগুলো তুলে পাচার করছে। ফলে দেশে বজ্রপাতে মৃত্যুর হার বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।