ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আইন ও আদালত

মডেল পিয়াসার দুই সহযোগীর রিমান্ড চায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
মডেল পিয়াসার দুই সহযোগীর রিমান্ড চায় পুলিশ

ঢাকা: মডেল ফারিয়া মাহবুব পিয়াসার দুই সহযোগীকে অস্ত্র ও বিশেষ ক্ষমতায় আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান খান অস্ত্র আইনের মামলায় মাসুদুল ইসলাম ওরফে জিসানের ১০ দিন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় একই থানার এসআই মোহাম্মদ আল ইমাম রাজন আসামি শরফুল হাসান ওরফে মিশু হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশীদের আদালতে বিকেল ৩টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া মিশুকে ভাটারা থানার পর্নোগ্রাফি ও মাদক আইনের পৃথক মামলায় এবং জিসানকে পর্নোগ্রাফির মামলায় গ্রেফতার আবেদন করা হয়েছে।

গত বুধবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও জিসানকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।