ঢাকা: আলোচিত অভিনেত্রী পরীমনি এজলাসে ঢুকেই ঘটালেন কাণ্ড। তার ঘনিষ্ঠ এক জুনিয়র আইনজীবীর সঙ্গে কাঠগড়া থেকেই করেন ‘আলিঙ্গন’।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পরীমনিকে সিজেএম আদালতের নয়তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তোলা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়েই ওই আইনজীবীর সঙ্গে ‘আলিঙ্গন’ করেন। এরপর কয়েকজন আইনজীবী পরীমনির পক্ষে ওকালতনামায় সই নিতে চাইলে হট্টগোল হয়। এ সময় বিচারক হট্টগোলের কারণে এজলাস থেকে নেমে যান।
এরপর পরীমনির পক্ষে মজিবর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজনকে আইনজীবী নিযুক্ত করা হয়। অপরদিকে, রাজের পক্ষে ঢাকা বারের সাবেক এজিএস সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেলকে আইনজীবী নিযুক্ত করে হলে বিচারক ফের এজলাসে উঠেন। এরপর শুনানি শেষে রাত ৯টার দিকে পরীমনিসহ চার আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
কেআই/ওএইচ/