ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রোববার থেকে ভার্চ্যুয়ালি চলবে আপিল বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
রোববার থেকে ভার্চ্যুয়ালি চলবে আপিল বিভাগ

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণরেধে কঠোর বিধি-নিষেধে বন্ধ থাকার পর রোববার থেকে ভার্চ্যুয়ালি চলবে আপিল বিভাগের কার‌্যক্রম।

শুক্রবার (৫ আগস্ট) রাতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার‌্যক্রম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে ৮ আগস্ট রোববার থেকে পরিচালিত হবে।

আপিল বিভাগের এক নম্বর কোর্টের কজলিস্ট শনিবার দুপুর ১২ টার মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যথারীতি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।