ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রী হত্যার অভিযোগ: বাগেরহাটের সাহেব আলী খালাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
স্ত্রী হত্যার অভিযোগ: বাগেরহাটের সাহেব আলী খালাস

ঢাকা: স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাট জেলার মোল্লাহাট থানার আডুয়াদিঘী গ্রামের সাহেব আলী ফকিরকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে রোববার (৮ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ এ রায় দেন।

আর কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট এস এম আমিনুল ইসলাম।

জানা যায়, ২০০৭ সালের ২৮ নভেম্বর বাগেরহাট জেলার মোল্লাহাট থানার আডুয়াদিঘী গ্রামের সাহেব আলী ফকিরের স্ত্রী শিউলী বেগমকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে তিনিসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ ওইদিনই সাহেব আলীকে গ্রেফতার করে।

বিচার শেষে ২০১০ সালের ১৫ জুন বিচারিক আদালত অন্যদের খালাস দিয়ে সাহেব আলী ফকিরকে মৃত্যুদণ্ড দেন।

এ মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য যাবতীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। একইসঙ্গে সাহেব আলী হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০১৫ সালের ৫ জুলাই হাইকোর্ট বিভাগ আপিল খারিজ করে মৃত্যুদণ্ডাদেশে অনুমোদন দেন।
 
এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন সাহেব আলী।

সাক্ষীতে মামলার বাদী নিহতের বাবা আদালতে সাক্ষ্য দিয়ে বলেছিলেন, তাকে এ মামলা করতে বাধ্য করেছে। এছাড়া ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের কোনো চিহ্ন নেই। ভিকটিম আত্মহত্যা করেছে বলে প্রতীয়মান হয়। এসব বিবেচনায় নিয়ে দেশের সর্বোচ্চ আদালত সাহেব আলীর আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।