ঢাকা: যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আব্দুল লতিফের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আব্দুল লতিফের করা জেল আপিল খারিজ করে সোমবার (৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চ এ রায় দেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটবাটা গ্রামের মো. আব্দুল লতিফকে স্ত্রী হত্যার অভিযোগে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। পরে হাইকোর্ট বিভাগ ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে দেওয়া বিচারের আদালতে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করেন।
ওই রায়ের বিরুদ্ধে আব্দুল লতিফ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জেল আপিল দায়ের করেন। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ জেল আপিল খারিজ করে দিয়ে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ এবং হাইকোর্ট বিভাগের অনুমোদিত মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০৯,২০২১
ইএস/ওএইচ/