ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণরোধে কঠোর বিধি নিষেধ উঠে যাওয়ায় হাইকোর্টের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হয়েছে।
বুধবার (১১) হাইকোর্ট বিভাগের ৫৩ বেঞ্চে ভার্চ্যুয়ালি এ বিচারকাজ শুরু হয়।
গত ৮ আগস্ট রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
পরেরদিন ৯ আগস্ট ৫৩ ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে আদেশ দেন প্রধান বিচারপতি।
ওই আদেশে বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১১ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কার্য পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ইএস/আরএ