ঢাকা: পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
বুধবার (১১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।
তিন দিনের রিমান্ড শেষে এদিন আসামি জিমিকে আদালতে হাজির করে ফের ৫ দিন দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
এ সময় আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, একটি মাদক মামলায় এভাবে বারবার রিমান্ডের আবেদন করা কতটা যুক্তিসংগত সে বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে সুবিবেচনা আশা করছি।
অপরদিকে রাষ্ট্রপক্ষে থেকে জামিনের বিরোধিতা করেন গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর। তিনি আদালতে বলেন, আসামির বিভিন্ন জায়গার বিভিন্ন আপত্তিকর লোক ও মাদকের উৎস সম্পর্কে জানার জন্য তার রিমান্ড অতি আবশ্যকতা রয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জিমির রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়। তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরদিন আদালতে পাঠানো হয়। ওইদিনই তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
কেআই/এমজেএফ