ঢাকা: ২০১৮ সালে রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সুন্দরী ওরফে সেলিম নামে এক হিজড়াকে হত্যা মামলায় সাইফুল ইসলামের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন তাহসিনা তাসনিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুগদার মান্ডা এলাকার আইসক্রিম গলির একটি বাড়ি থেকে সুন্দরী ওরফে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরেক হিজড়া শ্রাবণী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় পুলিশ সাইফুল ইসলাম ওরফে সাইফুল্লাহ ও সোহেল নামে দু’জনকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
ইএস/আরবি