ঢাকা: মাদক মামলায় পরীমনির সহযোগী প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল এই আদেশ দেন।
গত ১০ আগস্ট এই মামলায় তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। রাজের পক্ষে তার আইনজীবী সিকদার আখতারুজ্জামান হিমেল জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
গত ১০ আগস্ট পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় রাজের চারদিনের রিমান্ড হয়। সেই মামলায় এখনো তার জিজ্ঞাসাবাদ শেষ হয়নি।
গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এরপর রাতে তার সহযোগী রাজের বনানীর বাসায়ও অভিযান চালানো হয়। অভিযানে রাজের দুই সহযোগীসহ তিনজন আটক হন।
এ সময় তার বাসা থেকে সাতটি গ্ল্যানলিভেট, দুটি গ্ল্যানফিডিচ, চারটি ফক্স গ্রোভ, একটি প্লাটিনাম লেভেল, এক প্যাকেট সিসায় ব্যবহৃত চারকোল, দুই সেট সিসার সরঞ্জাম, দুই ধরনের সিসা তামাক ফ্লেভারযুক্ত, এক রোল সিসা সেবনের জন্য ব্যবহৃত এলুমিনিয়াম ফয়েল, ৯৭০ পিস ইয়াবা, বিকৃত যৌনাচারের জন্য ব্যবহৃত ১৪টি বিভিন্ন সামগ্রী, একটি সাউন্ড বক্স, দুটি মোবাইল ফোন ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
কেআই/এমজেএফ