ঢাকা: সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি ‘প্রেসিডেন্ট পার্ক’ দখলের অভিযোগে তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক, ছেলে শাহাতা জারাব এরশাদ এরিকসহ ১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা এবং তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু মামলাটি দায়ের করেন।
আদালত মামলার বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান সংশ্লিস্ট আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন।
মামলায় মোকাবিলা বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের এমিগ্রেশন পুলিশ সুপার (এসএম) ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বিদিশার দুই সন্তানের জন্ম পরিচয় নিয়ে বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে প্রতারণামূলকভাবে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে এই মামলা করা হয়৷
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২১
কেআই/এএটি