ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আইন ও আদালত

লিবিয়ায় নিহত ২৬: মানবপাচার মামলায় পারভেজের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
লিবিয়ায় নিহত ২৬: মানবপাচার মামলায় পারভেজের জামিন স্থগিত

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারের অভিযোগের মামলায় নরসিংদীর পারভেজ হোসেন নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

গত বছরের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ২৬ বাংলাদেশি মানবপাচারকারীদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনা এরই মধ্যে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

এ ঘটনার পর মানবপাচারকারীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানাসহ দেশের বিভিন্ন থানায় ২৫টির বেশি মামলা হয়েছে।

এ মামলায় পারভেজ হোসেন গ্রেফতার হন। পরে তিনি জামিন আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। রুল শুনানি শেষে তাকে গত বছরের ৩ ডিসেম্বর জামিন দেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।