ভোলা: ভোলার চরফ্যাশনে একটি শিশুকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- চরফ্যাশন উপজেলার শশীভূষন এলাকার মো. মোস্তাফা, মো. ইকবাল, জামাল উদ্দিন ও আবেদিন গাজী। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলা সূত্র জানা যায়, চরফ্যাশন উপজেলার শশীভূষনের আব্দুল্লাহ নোমানদের সঙ্গে একই এলাকার মোস্তফা গংদের সাড়ে ৪ গন্ডা জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২০০৫ সালের ২০ মে শিশু রাইহানকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। ঘটনাটি ভিন্নভাবে প্রভাবিত করতে ধান খোলায় বাঁশের আড়ার সঙ্গে শিশুর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে আসামিরা। এ ঘটনার দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট মো. মোকাম্মেল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ছালেহ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এনটি