ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

রোহিঙ্গাদের জন্ম সনদ: ঘুমধুম ইউপি সচিবের জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
রোহিঙ্গাদের জন্ম সনদ: ঘুমধুম ইউপি সচিবের জামিন স্থগিত

ঢাকা: চেয়ারম্যানের সই জাল করে মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) জন্ম সনদ দেওয়ার অভিযোগের মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ রোববার (৫ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

৫ জানুয়ারি এ মামলা করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩ নম্বর ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জনান, এ মামলায় আগাম জামিন নিয়ে ইউপি সচিব মোহাম্মদ এরশাদুল হক আর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। পরে ১ মার্চ তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ৪ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এক প্রশ্নে এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে এ কারণে যে, যেহেতু এ জন্ম সনদ নিয়ে তারা পাসপোর্ট তৈরি করতে পারে। তারা এনআইডি তৈরি করতে পারে। এসব নিয়ে তারা দেশের বাইরে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করলে সেটা বাংলাদেশিদের দুর্নাম হয়। কিন্তু তারা আমাদের দেশের নাগরিক না।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।