ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সেই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
সেই খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন

খুলনা:  খুলনায় ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার হওয়া ডুমুরিয়া উপজেলার খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।  

বুধবার (৬ অক্টোবর) জেলা বিশেষ জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর জন্য মামলাটি পৃথক আদালতে স্থানান্তরের নির্দেশ দেন।

জেলা বিশেষ জজ আদালতের মামলা নং- ১/২০।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

জানা যায়, ৯ জানুয়ারি দুপুরে ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘুষ হিসাবে নেওয়া নগদ এক লাখ টাকা জব্দ করে দুদকের কর্মকর্তারা। ডুমুরিয়া আঠারোমাইল এলাকার জামান অটো রাইস মিলের মালিক মো. কামরুজ্জামানের কাছে প্রতি কেজি চালে ৩ টাকা করে ঘুষ দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা। বিষয়টি কামরুজ্জামান দুদকে অবহিত করলে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় ওই খাদ্য কর্মকর্তা আটক হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।