ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

নাশকতার ১২ মামলা, জামায়াতের রফিকুল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২১
নাশকতার ১২ মামলা, জামায়াতের রফিকুল কারাগারে

সিরাজগঞ্জ: নাশকতার অভিযোগে দায়ের করা ১২ মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জের আদালত।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এই জামায়াত নেতাকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও ৩ আদালতে হাজির করে পুলিশ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-৩ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তাকে মোট ১২ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর নাশকতার মামলায় ঢাকা থেকে রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রফিকুল ইসলাম খানকে ১২ মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই নির্দেশ মোতাবেক তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় ১২টি নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার দেখানো পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।