গাজীপুর: গাজীপুরে নিজের মাকে হত্যার দায়ে শাহজাহান খান ওরফে সাজু (৪৫) নামে এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত শাহজাহান খান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচারস এলাকায় আমছের আলী খানের ছেলে। নিহতের নাম আনোয়ারা বেগম।
গাজীপুর আদালত পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, আমছের আলী ও আনোয়ারা দম্পতির একমাত্র ছেলে শাহজাহান খান এবং মেয়ে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম মারা যাওয়ার পর থেকে শাহজাহান খান জমি সংক্রান্ত বিষয়ে তার বাবা-মাকে হুমকিসহ নানাভাবে নির্য়াতন করতো। একপর্যায়ে ২০১৬ সালের ১৯ মার্চ শাহজাহান বাড়ির পাশে তাদের ঝাড় থেকে বাঁশ কাটতে থাকে। তার বাবা তাতে নিষেধ করলে শাহজাহান তাকে গালিগালজ শুরু করে। এ সময় মা আনোয়ারা স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে শাহজাহান দা দিয়ে তার মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ারার মৃত্যু হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় আনোয়ারার ভাই হাসেম মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। ১৩ জন স্বামীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক সাজুকে দোষী সাবস্ত করে এ দণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২১
আরএস/এএটি