ঢাকা: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্মসচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১০ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক জানায়, সাবেক যুগ্মসচিব,ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের ১৩ মে থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত আড়াই বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কাওরানবাজার, ঢাকায় পরিচালক পদে ছিলেন।
এ সময় ক্ষমতার অপব্যবহার করে নিজে বা অন্যকে আর্থিকভাবে লাভবান করতে বাজার দরের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন সামগ্রী কিনে মিথ্যা ভাউচারের মাধ্যমে বিল উত্তোলন করেছেন। এভাবে তিনি সরকারি ১ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাত করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে তার নামে রোববার একটি মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসএমএকে/এমএমজেড