ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আইন ও আদালত

চৌহালীতে ১২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
চৌহালীতে ১২ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত।  

অভিযানে উদ্ধার হওয়া ১৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

সোমবার (১১ অক্টোবর) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে যমুনার এনায়েতপুর, চালুহারা, উমারপুর, ভূতের মোডে এসব অভিযান চালানো হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, সোমবার দিনভর যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। অভিযানে ১৫ হাজার মিটার কারেন্টজাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে আটক জেলেদের ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং উদ্ধার হওয়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ১৫ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।