শরীয়তপুর: শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে নুরুল আমীন শেখ (৩০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করে তা বাদীর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) বিকেলে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।
শরীয়তপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মির্জা হযরত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২ জুলাই শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হারুন টুনিকান্দি গ্রামের গৃহবধূ রেশমা আক্তারকে হত্যা করা হয়। তার স্বামী নুরুল আমীন তখন থেকে পলাতক।
আদালত নুরুল আমীনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আসামি আত্মসমর্পণ করে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।
এ ব্যাপারে রেশমা আক্তারের ভাই ইয়ার হোসেন বলেন, এ রায়ে আমরা খুশি। আদালতের কাছে একটাই দাবি, নুরুল আমীনকে যেন দ্রুত গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসআই