ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা প্রতারণার মামলায় জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় আব্দুল কাদেরকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (গুলশান জোন) পরিদর্শক (নিরস্ত্র) নূরে আলম সিদ্দিকী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ঠিকাদার কনস্ট্রাকশনের মালামাল সরবরাহকারী শেখ আলী আকবর প্রতারণা করে ২৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল কাদেরসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- আব্দুল কাদেরের স্ত্রী সততা প্রোপার্টিস লিমিটেডের চেয়ারম্যান ছোয়া এবং ম্যানেজার শহিদুল ইসলাম।
মামলায় গত ৮ অক্টোবর আব্দুল কাদেরকে গ্রেফতার করে পুলিশ। এরপর পল্লবী থানার একটি মামলায় তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ওই মামলায় রিমান্ড শেষে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলায় আব্দুল কাদেরকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (গুলশান জোন) পরিদর্শক (নিরস্ত্র) নূরে আলম সিদ্দিকী। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৩ অক্টোবর আব্দুল কাদেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাংলাদেশ সময়:১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কেআই/এমএমজেড