ঢাকা: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এ বিষয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনয়ন দিয়েছেন। এ বিষয়ে ৩১ আগস্টের ১১৩৯/২০২১ এসসি (এডি) নং স্মারক মূলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে আগামী ২৪ অক্টোবর রোববার থেকে সপ্তাহের প্রতি রোববার সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে চেম্বার কোর্টে শারীরিক উপস্থিতি অথবা প্রযোজ্য ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ইএস/আরআইএস