ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ই-জুডিশিয়ারি: অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ই-জুডিশিয়ারি: অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকা: আদালতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, এর আগে কয়েকবার সময় দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবেদন আসেনি। আজকেও ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

এর আগে ২০২০ সালের ১৯ জানুয়ারি আদালতে ই-জুডিশিয়ারি ও ই-কোর্ট রুম দ্রুত স্থাপনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পাশাপাশি ৯০ দিনের মধ্যে ই-জুডিশিয়ারি স্থাপনের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন।

রুল জারির পর ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানিয়েছিলেন, ই-জুডিশিয়ারি চালু হলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে, দ্রুত বিচারপ্রাপ্তি হবে, বিভিন্ন সেকশনে দুর্নীতির যেসব অভিযোগ আছে, তা কমে আসবে। এসব কারণে রিট করেছি।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।