ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শাহাবুদ্দিনকে ফাঁসির আদেশ ও দেবর সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১১ সালর ২৭ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রাম আসামি শাহাবুদ্দিন খান ও সুমন খানসহ পরিবারের অন্য সদস্য আছিয়া বেগম এবং ঝুমুর বেগম মিলে মামলার বাদী একই গ্রামের কবির মোল্লার মেয়ে মনিরা খানমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে ঘরের ভেতর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন। পর মনিরার চিৎকারে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মনিরার বাবা বাদী হয়ে ২০১১ সালে ৩ জুলাই আলফাডাঙ্গা থানায় নারী নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন বলেও জানান পিপি স্বপন পাল।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরআইএস