ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, মরহুম আবদুল বাসেত মজুমদার ছিলেন একজন সৎ, নির্ভীক ও অভিজ্ঞ আইনজীবী।
মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আবদুল বাসেত মজুমদার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
বুধবার (২৭ অক্টোবর) সকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন>
জ্যেষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার আর নেই
বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
আইনজীবী বাসেত মজুমদারের জীবন ও কর্ম
বাসেত মজুমদারের সম্মানে বুধবার সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমআইএইচ/এমআরএ