খুলনা: খুলনার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় রাজ খান (১৯) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম দণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া ২০১ ধারায় তাকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দণ্ড প্রাপ্ত রূপসার রহিমনগর এলাকার মো. মান্নান ওরফে মুরাদ মল্লিকের ছেলে মো. জমশেদ ওরফে জাবেদ মল্লিক (৩৩)। এ মামলার অপর আসামি একই এলাকার মৃত বাবু খার ছেলে মো. মিজান খার (৪৫) বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ জুন খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের আমির আলীর ছেলে রাজ খান (১৯) খুন হয়। হত্যার পর তার মস্তক বিহীন মরদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেন আসামিরা। পুলিশ আঠারোবেকি নদীর চর থেকে ১ জুন সকালে বস্তাবন্দি রাজের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সেদিনই পুলিশ বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। মরদেহ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিজুল ইসলাম মরদেহটির দাফন সম্পন্ন করে। এ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার জামসেদ মল্লিক আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ এনামুল হক, এপিপি এম ইলিয়াছ খান ও এপিপি শাম্মী আক্তার।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ ২০১৯ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এমআরএম/আরআইএস