ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালীর সহিংসতায় আরো ৫ আসামি রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
নোয়াখালীর সহিংসতায় আরো ৫ আসামি রিমান্ডে

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে হিন্দুদের পূজামণ্ডপ, বাড়িঘর ও দোকানপাটে হামলার মামলায় গ্রেফতার আরো পাঁচ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. মুহিব্বুল্লাহ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, বেগমগঞ্জ মডেল থানার ৩০ নম্বর মামলায় আসামি মোজাম্মেল হোসেন ও বেলাল হোসেনকে তিনদিন করে, জহিরুল ইসলাম জুয়েল ও আরাফাত হোসেন সাব্বিরকে দু’দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া চাটখিল থানার ৮ নম্বর মামলায় আসামি মো. পারভেজ হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এসপি শহীদুল ইসলাম আরো জানান, দুর্গাপূজা চলাকালে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনায় হামলা-ভাঙচুর হয়। কুমিল্লার ঘটনার জের ধরে ১৫ অক্টোবর বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ৩০ মামলায় ২২২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৭ আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে, ৩৬ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।