কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের মাদরাসায় হামলা চালিয়ে মাদরাসার শিক্ষক ও ছাত্রসহ ছয় রোহিঙ্গা খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরাফাত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সোলতানার আদালতে ১৬৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার এ আসামির জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক।
আরাফাত উল্লাহ মধুরছড়া ৪ নম্বর ক্যাম্পের জি/২ ব্লকের মৃত আব্দুর রহিমের ছেলে।
অধিনায়ক নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তাকে মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের জি/২ ব্লক থেকে তাকে এ হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বুধবার বিকেলে
আরাফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ পর্যন্ত এ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে আরাফাত উল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বলে জানান অধিনায়ক মো. নাইমুল হক।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
এসবি/এসআই