ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আইন ও আদালত

কিলার আব্বাসকে আটক রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
কিলার আব্বাসকে আটক রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা: প্রায় ১৯ বছর ধরে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলীকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আবেদনে তাকে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে হাজির করা, তার ক্রিমিনাল রেকর্ড দাখিল এবং পুলিশের ওয়েবসাইট থাকা মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে তার নাম অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে।

তার আইনজীবী সাকির আহমেদ বাপ্পীর দাবি, ১১টি মামলায় আব্বাস খালাস পেয়েছেন। ডাকাতির অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলাতেও জামিন পেয়েছেন। কেন তাকে কারাগারে আটক রাখা হয়েছে তার কারণ জানতে রিট করা হয়েছে।  

রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজিপি, র‌্যাবের ডিজি, ডিএমপি কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।   

২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি বনানী থেকে গ্রেফতার হন আব্বাস। তখন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি।

কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। তার পরিবার থাকে উত্তর কাফরুলে।

কারাগারে বসেই শীর্ষ সন্ত্রাসীদের চাঁদাবাজি-সন্ত্রাস!

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১ 
ইএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।