ঢাকা: দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা করে দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
এক আবেদনের শুনানি নিয়ে রোববার (২১ নভেম্বর) বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মে. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি জানান, নদী দখলমুক্ত করার জন্য একটি সামগ্রিক কর্ম পরিকল্পনা চেয়ে একটি মামলা করেছি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে দেশে মোট ৪০৫টি নদী রয়েছে, নদী রক্ষা কমিশন বলছে ৭৭০। আর একজন গবেষক বলছেন ১ হাজার ১৮২টি নদী আছে।
তিনি আরও জানান, আদালত নির্দেশ দিয়েছেন নদীর সম্পূর্ণ একটি তালিকা তৈরি করে দাখিল করতে। নদী রক্ষা কমিশন যে ৫৬ হাজার দখলদারের তালিকা করেছে তা বাদেও বিভিন্ন পত্রপত্রিকায় যে নাম আসছে তা বিবেচনায় নিয়ে প্রত্যেক বিভাগওয়ারী দখল মুক্ত করার পরিকল্পনা ৬ মাসের মধ্যে জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
ইএস/এমএমজেড