ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় কারবারির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
মাদক মামলায় কারবারির কারাদণ্ড

বরিশাল: নিজ হেফাজতে ইয়াবা রাখার অপরাধে শহীদ হাওলাদার নামে এক মাদককারবারিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জেলা জজ টি এম মুসা বিচারাধীন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এ রায় দেন ।

দণ্ডপ্রাপ্ত শহীদ হাওলাদার বরিশাল সদর উপজেলার রুইয়ার পোল এলাকার বাসিন্দা মৃত্যু ইদ্রিস আলী হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী জানান, ২০১৬ সালের ১৯ জুন বরিশালের আমতলা পানির ট্যাংকির সামনে অভিযান চালিয়ে তাকে ৫১৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর ডিএডি মামুনুর রশীদ খান। একই বছর ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন তদন্তে সত্যতা পেয়ে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।