ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জাহাঙ্গীরের নামে মামলা নেয়নি সাইবার ট্রাইব্যুনাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
জাহাঙ্গীরের নামে মামলা নেয়নি সাইবার ট্রাইব্যুনাল গাসিকের বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নেয়নি সাইবার ট্রাইব্যুনাল।

রোববার (২৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে নালিশী মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।

আদালত মামলা না নিয়ে থানায় থানায় যাওয়ার পরামর্শ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম।

তিনি জানান, ওমর ফারুক নামে এক আইনজীবী গাসিকের বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের নামে মামলার আবেদন আদালতে উপস্থাপন করেন। আদালত বলেছেন, এটা আমলযোগ্য অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনী মামলা নিতে পারে। বিষয়টি মিডিয়ায় প্রকাশ হয়েছে, তাই আপনারা এ বিষয়ে থানায় মামলা করেন।

তবে, মামলার বিষয়ে আইনজীবী ওমর ফারুক আসিফ কিছু বলতে চাননি। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মেয়র মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
কেআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।