ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবকাশে হাইকোর্টে বিচার চলবে ১১ বেঞ্চে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
অবকাশে হাইকোর্টে বিচার চলবে ১১ বেঞ্চে

ঢাকা: আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অবকাশকালীন ছুটির জন্য বন্ধ থাকবে উচ্চ আদালত। তবে এ সময় জরুরি মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১টি বেঞ্চ খোলা থাকবে।

 

এর মধ্যে ৮টি ডিভিশন এবং ৩টি একক বেঞ্চ রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চ গঠন করেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এদিকে ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামী ৩০ ডিসেম্বর  অবসরে যাচ্ছেন। সে কারণে প্রধান বিচারপতি হিসেবে তার শেষ কার্যদিবস হচ্ছে ১৫ ডিসেম্বর। কারণ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, আর ১৭ ও ১৮ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি। তাই সবকিছু ঠিক থাকলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পদে আছেন আর মাত্র ১৭ দিন (১৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর)।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
ইএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।