ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিনিয়র অ্যাডভোকেট পি সি গুহ আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
সিনিয়র অ্যাডভোকেট পি সি গুহ আর নেই পি সি গুহ

ঢাকা: সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র গুহ (পি সি গুহ) ইন্তেকাল করেছেন।  

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এবং বার কাউন্সিলের সাবেক নির্বাচিত এই সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পটুয়াখালীতে ১৯৪৬ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া এই আইনজীবী ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনী জগন্নাথ হলে গণহত্যা চালানোর সময় ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। ওই দিন তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।

পি সি গুহ ১৯৭৮ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলের সনদ নিয়ে ঢাকা জজকোর্টে আইনপেশা শুরু করেন এবং ১৯৮০ সালের ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭,২০২১
ইএস/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।