ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

মুরাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
মুরাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা মুরাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা

লক্ষ্মীপুর: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আহমেদ ফেরদৌস মানিক বাদী হয়ে মামলাটি করেন।

ফেরদৌস মানিক বলেন, ডা. মুরাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা মনে করি এটি শুধুমাত্র জাইমা রহমানের জন্য সম্মানহানিরকর নয়, এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক।

তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।