ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাগুরায় ডা. মুরাদ হাসানের নামে মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
মাগুরায় ডা. মুরাদ হাসানের নামে মামলার আবেদন

মাগুরা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য (এমপি) ডা. মুরাদ হাসানের নামে মাগুরায় মামলার আবেদন করা হয়েছে।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডাভোকেট রোকনুজ্জামান খান মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুরাদ হাসান ও ভার্চ্যুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের নামে মামলাটির আবেদন করেন।

মামলার আবেদনে বাদী রোকনুজ্জামান খান অভিযোগ করেছেন, গত ১ ডিসেম্বর এক সাক্ষাৎকারে উদ্যেশ্যমূলকভাবে জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। যা যে কোনো নারীর জন্য মর্যাদা হানিকর। পরে এক নম্বর আসামি ডা. মুরাদ হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই সাক্ষাৎকার প্রচার ও প্রকাশ করেন। দুই নম্বর আসামি নাহিদ এ বক্তব্য ধারণ করে ইউটিউবে আপলোড করেন। এজন্য আসামি দ্বয়ের অশালীন, মিথ্যাচার, নারী বিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক বক্তব্য মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যে কারণে আমি ক্ষুব্ধ হয়ে আদালতে মামলার আবেদন করেছি। আদালত আমার জবানবন্দি নেওয়ার পর মামলার বিষয়ে আদেশের জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেন।

ডা. মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে তার কথোপকথোনের অডিও ফাঁসের ঘটনায় সমালোচনার মুখে পড়েন মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান ডা. মুরাদ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।