ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থিতা ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থিতা ঘোষণা ...

ঢাকা: বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি জানিয়েছেন রোববার (৩ এপ্রিল) ফোরামের মহাসচিব ফজলুর রহমানের পক্ষ থেকে সাধারণ আসন ও অঞ্চলভিত্তিক প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়ে।

এবারের নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রার্থী হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ফাহিমা নাসরিন মুন্নি, মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ আব্দুল মতিনের নাম ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে অঞ্চলভিত্তিক গ্রুপ (এ) ঢাকা অঞ্চলের জন্য মোহাম্মদ মহসিন মিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলের জন্য আব্দুল বাকী মিয়ার নাম ঘোষণা করা হয়।

এছাড়া চট্টগ্রাম-নোয়াখালীর জন্য এএসএন বদরুল আনোয়ারের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কুমিল্লা ও সিলেট অঞ্চলের জন্য এটিএম ফয়েজ উদ্দিন, খুলনা, বরিশাল ও পটুয়াখালীর জন্য মোহাম্মদ এনায়েত হোসেন বাচ্চু, রাজশাহী, যশোর, কুষ্টিয়ার জন্য মোহাম্মদ মাইনুল আহসান, দিনাজপুর, বগুড়া, রংপুর ও পাবনার জন্য শফিকুল ইসলাম টুকুর নাম ঘোষণা করা হয়েছে।

সর্বমোট ১৪টি পদে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।