ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নৈশভোজে প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নৈশভোজে প্রধান বিচারপতি

ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ীপ এরদোয়ানের নৈশভোজে অংশ নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তুরস্ক থেকে বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তুরস্কের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ীপ এরদোয়ানের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশগ্রহণ করেন। নৈশভোজে তুরস্ক ও পৃথিবীর বিভিন্ন দেশের বিচারপতিগণও অংশগ্রহণ করেন।

তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে গত ২৩ এপ্রিল তুরস্ক সফরে গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সেখানে ২৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন তিনি। এসময় পর্যন্ত অথবা প্রধান বিচারপতি পুনরায় নিজ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।

তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুহতু আর্সানালের (Zühtü Arslan) আমন্ত্রণে ২৫ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তাদের সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে অংশগ্রহণ করতে প্রধান বিচারপতি তুরস্ক সফরে যান।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।