ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
হাইকোর্টে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ  ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৮ মে) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ বিষয়ে নোটিশ দেন।

ফলাফলে দেখা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষায় মোট দুই হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন। এখন তারা নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর তারা হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন।

তবে ৩৭৫ জনের ফলাফল তৃতীয় পরীক্ষকের (থার্ড এক্সামিনার) জন্য স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২৮, ২০২২
ইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।