ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্টের ৪ আইনজীবীর আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ৩০, ২০২২
সুপ্রিম কোর্টের ৪ আইনজীবীর আগাম জামিন

ঢাকা: সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষের সামনে আাইনজীবীদের কিলঘুষি ও রক্তাত জখমের মামলায় বিএনপিপন্থী চার আাইনজীবীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া দুই আইনজীবী ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।



এ ছয় আইনজীবীর আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩০ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিন পাওয়া চারজন হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মো. কামরুল ইসলাম সজল, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম  এবং  সাগর হোসেন।
যে দুইজনকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে তারা হলেন, আব্দুল কাইয়ুম ও নূরে আলম সিদ্দিকী।

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন,এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, বদরোদ্দোজা বাদল, এএম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।  

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।   
 
গত ১৮ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের নেমপ্লেট খুলে ফেলা এবং ওই কক্ষের সামনে হাতাহাতি ও কিলঘুষি মেরে দুই আইনজীবীকে রক্তাক্ত জখমের অভিযোগ এনে পরদিন সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ৩০, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।