মেহেরপুর: রাস্তায় মাটি ফেলে জন দুর্ভোগ সৃষ্টি ও যত্রতত্র পুকুর খননের অভিযোগে পুকুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও মাটি ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।
দণ্ডিতরা হলেন- ঢেপা গ্রামের এরশাদ আলীর ছেলে ওবায়দুল্লাহ (৩৫) ও একই উপজেলার চিৎলা গ্রামের মৃতু নুরুল ইসলামের ছেলে শামীম রেজা (৩২)।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে গাংনী উপজেলার ঢেপা গ্রামে এ অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারায় তাদের এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম বলেছেন, যত্রতত্রভাবে পুকুর খননের অভিযোগে পুকুর মালিক ওবায়দুল্লাহকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও মাটি বহন করে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মাটি ব্যবসায়ী শামীম রেজাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় তাকে সহযোগিতা করেছে গাংনী থানা পুলিশের একটি দল।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মে ৩১, ২০২২
আরএ