ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নারী-শিশু নির্যাতন আইনে মামলায় মুজিবনগরে গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ১২, ২০২২
নারী-শিশু নির্যাতন আইনে মামলায় মুজিবনগরে গ্রেফতার ২ ফাইল ছবি

মেহেরপুর: নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় মেহেরপুরের মুজিবনগরে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ জুন) বিকেলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) রাসেল মেহেদী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১১ জুন) দিনগত রাতে ওই উপজেলার বল্লভপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- বল্লভপুর গ্রামে বাসিন্দা খোকন মণ্ডল (৫৫) ও একই গ্রামের বিভুদান মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল (২৫)।

ওসি মেহেদী রাসেল জানান, বল্লভপুর গ্রামের ভিকটিমকে দীর্ঘদিন যাবত প্রায়ই কুপ্রস্তাব দিচ্ছিলেন খোকন ও সবুজ। তাতে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে গত বছরের ০১ ডিসেম্বর দিনগত রাত অনুমানিক ৯টার দিকে ভিকটিমকে সবুজ তার ঘরে ডেকে নিয়ে খোকনের কাছে রেখে বাইরে চলে আসেন সবুজ। খোকন ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের সেই দৃশ্য গোপনে ভিডিও ধারন করেন সবুজ। এ ঘটনার প্রায় ছয়মাস পর চলতি মাসের ০৬ জুন দুপুরের সেই ধারণকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের মাধ্যমে এলাকায় ভাইরাল করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুজিব নগর থানায় খোকনের নামে ধর্ষণ অভিযোগ ও সবুজের নামে পর্নোগ্রাফি ধারায় মামলা দায়ের করেন। থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে, তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।