ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য লিখিত পরীক্ষায় আরও ২৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য ৩৭৫ জনের মধ্যে উত্তীর্ণ হন তারা।
রোববার (১২ জুন) সন্ধ্যায় বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২৮ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। যেখানে ২ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হন এবং ৩৭৫ জনের খাতা পুনর্মূল্যায়নের জন্য তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় এখন উত্তীর্ণ পরিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬২৭ জন।
নিয়ম অনুযায়ী উত্তীর্ণ পরিক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুন ১২, ২০২২
কেআই/এমজেএফ